আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

স্টাফ রিপোর্টার

সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত
প্রতীকী ছবি

নিম্নচাপের কারণে সৃষ্ট ঝড়, জলোচ্ছ্বাস এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সমস্যা হওয়ায় সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ৫,৯০৪টি সাইট বন্ধ হয়ে গেছে। শুক্রবার প্রধান উপদেষ্টার আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব আহমেদ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

ফয়েজ তাইয়েব জানান, নিম্নচাপজনিত ঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে, যা সারা দেশে টেলিযোগাযোগ সেবাকে বিঘ্নিত করেছে। নেটওয়ার্ক পুনরুদ্ধারের জন্য পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

বিশেষ সহকারী আরো জানান, প্রবল বৃষ্টিপাতের ফলে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫,০০০ এরও বেশি সাইট বন্ধ রয়েছে।

বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন