শুরায়ী নেজামের অধীনেই হবে দুই পর্বের ইজতেমা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ২২: ০২
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২২: ২৬

তাবলিগ জামাতের শুরায়ী নেজামের অধীনেই এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে টঙ্গীর তুরাগ তীরের মাঠে প্রথম পর্বের ইজতেমা আয়োজনের প্রস্তুতি জোর গতিতে চলছে। আগামী ৩১ জানুয়ারি এই ইজতেমা শুরু হবে।

এদিকে সাদপন্থিদের নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে ওলামা মাশায়েখ বাংলাদেশ-এর পূর্ব ঘোষিত ওলামা সম্মেলন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার ওলামা মাশায়েখ বাংলাদেশের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানান শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং দেশ বিদেশের অতিথিদের সুষ্ঠুভাবে অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ।

হাবিবুল্লাহ রায়হান জানান, শুরায়ী নেজামের মুরব্বিদের তত্ত্বাবধানে আসন্ন বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। বিদেশি মেহমানরা এরইমধ্যে ইজতেমার উদ্দেশ্যে দেশে আসতে শুরু করেছেন। সারাদেশ থেকে দাওয়াত ও তাবলিগের সাথীসহ দ্বীন দরদি অগণিত মুসল্লি ইজতেমায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবারের ইজতেমায় কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ময়দানে মাঠ প্রস্তুতির কাজ করে যাচ্ছে তাবলিগের সাথী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

তিনি আরও বলেন, ইজতেমায় অংশগ্রহণের জন্য ৬৪ জেলাকে ভাগ করে দেওয়া হবে। দুই পর্বেই শুরায়ী নেজামের সাথীরা অংশগ্রহণ করবেন। বিদেশি মেহমান দুই পর্বেই থাকবেন।

এ সময় ওলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ হতে মুফতি কেফাতুল্লাহ আজহারী বলেন, আমরা দেশবাসীসহ বিশ্ববাসীকে আসন্ন বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করে দ্বীন ও দুনিয়ার সমূহ কল্যাণ হাসিল করার আহব্বান জানাচ্ছি। বিশ্ব ইজতেমার এই আয়োজন যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

আল্লামা উবাইদুল্লাহ ফারুকের সভাপতিত্বে এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন মুফতি আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মুফতি নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাযহারীসহ প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত