আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষকদের জন্য ‘মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড’ চালুর সিদ্ধান্ত

উপদেষ্টা পরিষদের বৈঠক

স্টাফ রিপোর্টার
শিক্ষকদের জন্য ‘মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড’ চালুর সিদ্ধান্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের প্রাণ বাঁচিয়েছেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী। সাহসী ও আত্মত্যাগী শিক্ষকদের উৎসাহিত করতে শিক্ষা মন্ত্রণালয় ‘মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান ইউনুস সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে সু্ষ্ঠু নির্বাচন আয়োজনেই এই সরকারের প্রধান লক্ষ্য। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়নের সংখ্যা আরও বাড়ানো নিয়েও উপদেষ্টা পরিষদে আলোচনা করা হয়।

তিনি জানান, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। এই নির্বাচন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়নের জন্য প্রথমে বলা হয়েছিলো ৮ লাখ থাকবে। এর মধ্যে ৬০ হাজার সেনা বাহিনীর সদস্য রয়েছে। তবে এর সংখ্যা আরও বাড়ানো বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদে।

এদিন সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়, সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষ হয় দুপুরে। এ ছিল অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক।

প্রধান উপদেষ্টার উপস্থিতি উপলক্ষে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। ১ নম্বর গেট ব্যতীত অন্য সব গেট বন্ধ রাখা হয় এবং দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন