রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশকে ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৩৮
ছবি: সংগৃহীত

পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক দলের কাছ থেকে দূরে থাকার সতর্কতা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের কথা মাথা থেকে মুছে ফেলতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভূমিকা হবে নিরপেক্ষ, পেশাদারিত্বের মধ্যে থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা।

রোববার রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্‌বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের ব্যর্থতা জোরে ঘোষণা করা হয়, সফলতা প্রচার করা হয় না। আমরা এখনো দুর্নীতি ও মাদক কমাতে পারিনি।

তিনি বলেন, রাজনৈতিক দল থেকে পুলিশকে দূরে থাকতে হবে। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ বদলি করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধৈর্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সব বিষয় মোকাবিলা করতে হবে। আমরা কাজ কর্মে যত স্বচ্ছ থাকবো সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের তালিকা প্রত্যেক থানায় রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে জানিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমরা আশা করব, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে, এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়।’

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনাদের আমি বলছি যে, আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আমি এর আগে বহুবার আপনাদের বলেছি। আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রেখেছে, সে সেসময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, এটা পূরণ করার জন্য চেষ্টা করবেন।’

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনটা কিন্তু শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। এটার কতগুলো স্টেকহোল্ডার রয়েছে। প্রথমত জনগণ—তারা কীভাবে পার্টিসিপেট করতে চায়। তারপর আছে পলিটিক্যাল পার্টি, ইলেকশন কমিশন, আছে প্রশাসন, তারপর আছে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী। সবার সহযোগিতা ছাড়া একটি সুস্থ, শান্তিপূর্ণ এবং আমাদের প্রধান উপদেষ্টা যে আশা করেছেন, একটি উৎসবমুখর নির্বাচন— এটা সম্ভব হয় না।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত