ফন্দি-ফিকির করে ক্ষমতা দখল করলে ৫ আগস্টের মতোই প্রতিরোধ
আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২৩: ০৩

আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া
ফন্দি-ফিকির করে ক্ষমতা দখল করলে ৫ আগস্টের মতোই প্রতিরোধের মুখে পরবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই দায়িত্ব হস্তান্তর হবে। ক্ষমতায় যেই আসুক।
অন্য কোন উপায়ে ক্ষমতা দখলের ফন্দি-ফিকির ৫ ই আগস্টের মতোই প্রতিরোধের মুখে পরবে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com