আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা মাহমুদুর রহমানের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা মাহমুদুর রহমানের
বক্তব্য রাখছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: আমার দেশ

আগামী ১৫ ডিসেম্বর (সোমবার) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিশ্বাসী- এমন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

তিনি জানান, ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই আগামী দিনের আন্দোলনের পরবর্তী অধ্যায়ের সূচনা করা হবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব- এই বিজয় দিল্লির কাছ থেকে পাওয়া নয়। পিণ্ডির কাছ থেকে অর্জিত বিজয় দিল্লির কাছে আমরা সমর্পণ করব না।

তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা চলছে, যা প্রতিহত করতে সর্বদলীয় ঐক্য প্রয়োজন।

তিনি অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। হাদির ওপর হামলার আগেই সরকারকে একাধিকবার হুমকির তথ্য জানানো হয়েছিল কিন্তু সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। হামলার পরেও অস্ত্রধারীদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অভিযান দেখা যায়নি।

মাহমুদুর রহমান বলেন, আগামী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে ১৫ ডিসেম্বর শহীদ মিনার থেকেই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

বক্তব্যের একপর্যায়ে আবেগঘন কণ্ঠে তিনি ইনকিলাব মঞ্চের নেতা হাদির প্রসঙ্গ টেনে বলেন, ‘হাদি শুধু একজন ব্যক্তি নয়, সে জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। বহু ষড়যন্ত্রের পরও জুলাই বিপ্লব যে পরাজিত হয়নি- হাদিই তার প্রমাণ।’ তিনি হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, জুলাইয়ের ঘটনাকে যারা ‘বিপ্লব’ বলতে অস্বীকৃতি জানায়, তারা মূলত নিজেদের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষা করতে চায়। আমার কাছে জুলাই স্পষ্টভাবে একটি বিপ্লব। এই বিপ্লবের চেতনা ধারণ করেই আমাদের সামনে দিকে এগোতে হবে।

তিনি তথাকথিত সুশীল সমাজের ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, তারা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে কখনোই জনগণের পক্ষে দাঁড়ায়নি।

নতুন প্রজন্মকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই লড়াই তরুণদেরই এগিয়ে নিতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ধনী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

হাদির ওপর গুলির ঘটনায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

হাদির কিডনির কার্যক্ষমতা ফিরলেও সার্বিক অবস্থা উদ্বেগজনক

আমার দেশে সংবাদ প্রকাশ: প্রবাসীর দেয়া বাইসাইকেল উপহার পেলেন অজতি কৃষ্ণ

এবার জামিন পেয়ে জেল থেকে মুক্তির আগেই অপরাধ চক্রে সন্ত্রাসী সবুজ

এলাকার খবর
খুঁজুন