আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকার যে কোনো বিষয়ে জবাবদিহি করতে প্রস্তুত আছে: পরিবেশ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

সরকার যে কোনো বিষয়ে জবাবদিহি করতে প্রস্তুত আছে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সুরক্ষায় করণীয় নির্ধারণে নাগরিকদের নিয়ে কমিশন গঠন করা যেতে পারে। বেসরকারি উদ্যোগে সেটা করা যেতে পারে। কারণ সরকারের সংস্কার কমিশনগুলো নাগরিক প্রতিনিধিদের নিয়ে করা হয়েছিল।

তিনি বলেন, সরকার যে কোনো বিষয়ে জবাবদিহি করতে প্রস্তুত আছে। আমরা জবাবদিহি করতে ভয় পাই না। বরং স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু ৫৪ বছরের যে জঞ্জাল, তা পরিষ্কারের দায়িত্ব এই সরকারকে দিলে হবে? সে বিষয়ে এই সরকারের জবাবদিহি করা অসম্ভব।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দু’দিনের বাপা-বেন জাতীয় পরিবেশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের স্বল্প মেয়াদের কারণে নির্বাচনের জন্য অপরিহার্য বিষয়গুলো সংস্কারের জন্য ৬টি কমিশনের প্রস্তাবের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে। এক্ষেত্রে পরিবেশকে উপেক্ষা করা হয়েছে, বিষয়টি এমন নয়। বর্তমান সরকারের কাজ শুরু করতেই প্রথম চারমাস পার হয়ে গেছে। আর এখন তো নির্বাচনি জোয়ার শুরু হয়েছে। ফলে এই সরকার কাজের জন্য মাত্র এক বছর সময় পেয়েছে। তাও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। এরমধ্যে নির্বাচনের জন্য প্রাসঙ্গিক কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন পৃথক পরিবেশ ক্যাডার প্রবর্তনের সুপারিশ করেছে। সংবিধান সংস্কার কমিশন পরিবেশকে মৌলিক অধিকারের তালিকাভুক্ত করার সুপারিশ করেছে। কিন্তু এ সকল সুপারিশ বর্তমান সরকারের স্বল্প মেয়াদে বাস্তবায়ন সম্ভব নয়।

এসময় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। সম্মেলনের ধারণাপত্র উপস্থাপন করেন বাপা সহ-সভাপতি ও বেন-এর প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম।

এ ছাড়াও বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি অধ্যাপক এম. ফিরোজ আহমেদ এবং বেন-এর বৈশ্বিক সমন্বয়কারি ড. মো. খালেকুজ্জামান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন