দেশের বিমানবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে ইতালি থেকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এস.পি.এ (Leonardo S.p.A)–এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এর উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং লিওনার্দো এস. পি. এ. ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে।
এতে আরো বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে এই এলওআই স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটয়ের অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্ট-এর আওতায় লিওনার্দো এস. পি. এ. বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরোফাইটার তাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।
ইউরোফাইটার টাইফুন হল ডেল্টা উইং বিশিষ্ট একটি মাল্টিরোল (বহুমূখী) যুদ্ধবিমান। এটি তৈরি করেছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত কনসোর্টিয়াম। এটি আকাশ থেকে আকাশে যুদ্ধ এবং নির্ভুল স্থল আক্রমণে সক্ষম। জার্মানি, ইতালি, সৌদি আরবসহ বহু দেশ তাদের বিমান বাহিনীতে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করছে।

