আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরএমএমআরইউর জরিপ

কমেছে অভিবাসীদের সংখ্যা

স্পোর্টস রিপোর্টার

কমেছে অভিবাসীদের সংখ্যা

গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি কমেছে অভিবাসীর সংখ্যা। চলতি বছরে যে পরিমাণ অভিবাসী বিদেশ গেছেন, তা গত বছর অর্থাৎ, ২০২৩ সালের তুলনায় প্রায় ৩০.৮০ শতাংশ কম। এমন তথ্যই উঠে এসেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট-আরএমএমআরইউর জরিপে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০২৪’ শীর্ষক সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানান সংস্থাটির চেয়ারপারসন তাসনিম সিদ্দিকী।

বিজ্ঞাপন

তিনি জানান, এ বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৯ লাখ ৬ হাজার ৩৫৫ জন পুরুষ এবং নারী কর্মের উদ্দেশ্যে বিদেশে গেছেন। তবে ২০২৩ সালে অভিবাসী পুরুষ এবং নারীর সংখ্যা ছিল ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন। চলতি বছরের প্রথম ১১ মাসে যে গতিতে অভিবাসন ঘটেছে তা অব্যাহত থাকলে বছরের শেষে প্রায় ১০ লাখ কর্মী বিদেশে যেতে পারবেন।

সংস্থাটি জানায়, গণঅভ্যুত্থানের কারণে জুলাই এবং আগস্ট মাসে অভিবাসনের গতি ব্যাহত হলেও মন্ত্রণালয় এ বিষয়ে তৎপর হওয়ায় অক্টোবর এবং নভেম্বর প্রতি মাসে লক্ষাধিক কর্মী বিএমইটির ক্লিয়ারেন্স নিয়ে বিদেশ গেছেন।

এদিকে পূর্ববর্তী বছরগুলোর মতোই এ বছরেও সর্বাধিক সংখ্যক নারীকর্মী সৌদি আরবে অভিবাসিত হয়েছেন। তার পরের স্থান জর্ডান বলে দাবি করেছে সংস্থাটি। তবে হংকং, জাপান ইত্যাদি দেশে যাওয়া নারীকর্মীর সংখ্যা খুব নগণ্য দাবি করে সংস্থাটি জানায়, সরকার যেন খুব দ্রুত সেসব বিষয়ের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...