আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীতে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানার নিষিদ্ধ সংগঠন ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হেজবুল আলম রাজুকে (৩০) একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার রাতে আদাবর থানাধীন প্রধান সড়ক, নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন প্রধান সড়ক, নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজু ওই অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতো। রিভলভারটি জব্দ করে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন