আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উত্তরায় বিমান বিধ্বস্তে আহত দুই শতাধিক

স্টাফ রিপোর্টার

উত্তরায় বিমান বিধ্বস্তে আহত দুই শতাধিক

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ দুর্ঘটনায় দুই শতাধিক আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, তাদের বেশিরভাগই শিক্ষার্থী দগ্ধ। তারা হলেন- শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা(৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয়(১৪), সামিয়া।

বিজ্ঞাপন
1347

এ দুর্ঘটনায় ওই বিমানের পাইলট স্কোয়াডন লিডার তৌকিরসহ ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও শতাধিক শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন