জনগণের সেবা করা সওয়াবের কাজ: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৪০

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের। এটি সওয়াবেরও কাজ।

সোমবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আয়োজন করে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। এ কারণে স্বাস্থ্য ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিয়মমাফিক জীবনযাপনের মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদের সুস্থ ও নীরোগ রাখতে পারি।

এ সময় এলাকাবাসীর স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি ব্যবস্থাপনায় বাবুনগরে একটি মেডিকেল সেন্টার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. অং সুই প্রূ মারমা, চট্টগ্রামের সিভিল সার্জন মো. জাহাঙ্গীর হোসেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, নুরে হাবিব ফাউন্ডেশনের মহাসচিব নাঈম আহসান তালহা প্রমুখ।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি মেডিসিন, হৃদরোগ, গাইনি, ইএনটি, গ্যাস্ট্রো-এন্ট্রো, অর্থোপেডিক, চক্ষু, দন্ত, ডায়াবেটিসসহ বিভিন্ন বিষয়ে সেবা দেন ৪৮ জন বিশেষজ্ঞসহ ৮৫ জন চিকিৎসক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত