বিএমডিসির নিষেধাজ্ঞায় থাইল্যান্ডের দুই চিকিৎসক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২২: ০১

থাইল্যান্ডের দুই চিকিৎসকের স্বাস্থ্যসেবা প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। রোববার (১৭ আগস্ট) তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে আজ সোমবার গণমাধ্যমেক নিশ্চিত করেছেন বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের সামিটিভেজ হাসপাতালের ওই দুই চিকিৎসক হলেন- নাত্তিপাত জুথাচারোয়েনং ও ল্যান্টম টনভিচিয়েন। তাদের সকল প্রকার চিকিৎসা কার্যক্রম পরিচালনা বন্ধ এবং বুকিং বাতিল করতে সিক্স সিজন হোটেলকে নির্দেশ দিয়েছে কাউন্সিল।

হোটেলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে দেওয়া চিঠিতে বিএমডিসি বলেছে, ‘উপরোক্ত বিষয়ে আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে, আপনার প্রতিষ্ঠানে Samitivej Hospital, Thailand হইতে দুইজন বিদেশি চিকিৎসক Nattipat Juthacharoenwong এবং Lantom Tonvichien (মোবাইল নম্বরের সূত্র অনুযায়ী সিক্স সিজন হোটেলে) আপনার হোটেলে চিকিৎসা সেবা প্রদান করবেন। সোশ্যাল মিডিয়াতে প্রচারিত বিজ্ঞপ্তিতে স্থানীয় আয়োজকদের নাম এবং পরিচয় ও তারিখ উল্লেখ করা হয়নি।’

চিঠিতে আরও বলা হয়, বিএমএন্ডডিসি আইন ২০১০ এর বিধান অনুযায়ী বাংলাদেশে কোন চিকিৎসক বা চিকিৎসক দল তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করিতে হইলে কাউন্সিল হইতে সাময়িক রেজিস্ট্রেশন গ্রহণ করা বাধ্যতামূলক। কাউন্সিলের তথ্যমতে, উক্ত চিকিৎসকদ্বয় এ বিষয়ে বিএমএন্ডডিসি হইতে সাময়িক রেজিস্ট্রেশন গ্রহণ করেন নাই। বিএমএন্ডডিসি আইন ২০১০ অনুযায়ী উক্ত কার্যক্রম অবৈধ বলিয়া প্রতীয়মান হইবে। অতএব উক্ত চিকিৎসক দ্বারা সকল প্রকার চিকিৎসা কার্যক্রম পরিচালনা হইতে বিরত রাখার জন্য এবং তাহাদের বুকিং বাতিল করা আবশ্যক বলিয়া কাউন্সিল মনে করে।

এর আগে গত ১৪ আগস্ট বিএমডিসির নিবন্ধন গ্রহণ না করে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় চিকিৎসকের সেবা কার্যক্রম পরিচালনায় ভারতীয় চিকিৎসকের স্বাস্থ্যসেবায় নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল।

কনভেনশন সেন্টারের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডাইরেক্টরের কাছে পাঠানো চিঠিতে বিদেশি চিকিৎসকের সকল চিকিৎসা কার্যক্রম বন্ধে তার বুকিং বাতিলেরও নির্দেশনা দেওয়া হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত