আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাফনের পর মোনাজাতে কান্নায় ভেঙে পড়লেন হাদির সহযোদ্ধারা

আমার দেশ অনলাইন

দাফনের পর মোনাজাতে কান্নায় ভেঙে পড়লেন হাদির সহযোদ্ধারা

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দাফনের পর দোয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তার সহযোদ্ধারা। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণ রূপ নেয় এক শোকস্তব্ধ জনসমুদ্রে। জানাজার নামাজ শেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শহীদ শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়।

দাফন শেষে সেখানে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। দোয়ায় ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়। সেই সঙ্গে হাদির মা, স্ত্রী ও পরিবারের লোকদের যেন আল্লাহ ধৈর্য ধরার তাওফিক দান করেন সেই কামনাও করা হয়।

বিজ্ঞাপন

মোনাজাতে হাদির বড় ভাই বলেন, আল্লাহ তুমি শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করো।

মোনাজাতে অংশ নেন সেখানে অবস্থানরত স্বেচ্ছাসেবী, রাজনৈতিক সহযোদ্ধা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। দাফনের সময় পুরো এলাকা নীরবতায় আচ্ছন্ন হয়ে পড়ে। মোনাজাতের শুরু হতেই অনেকে আর চোখের পানি ধরে রাখতে পারেননি। কেউ দুহাত তুলে অঝোরে কাঁদতে থাকেন, কেউ নিচুস্বরে কোরআনের আয়াত পাঠ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন