জুলাই সনদের ভিত্তিতে লন্ডন ঘোষণার বাস্তবায়ন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১২: ৩০
ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে বৈঠকের পর দেওয়া ঘোষণার বাস্তবায়ন জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন বা জুলাই সনদের ভিত্তিতে হবে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. ইউনূসের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। সংশ্লিষ্ট একাধিক সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

গত ১৩ জুন ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের লন্ডনে একটি বৈঠক হয়। পরে যৌথ বিবৃতিতে জানানো হয়, বৈঠকে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী রমজান শুরুর আগের সপ্তাহেও (ফেব্রুয়ারি) নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। সবশেষে বুধবার এক বৈঠকে প্রধান উপদেষ্টা নির্দেশ দেন, রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। সে জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ড. আলী রীয়াজ। এসময় তার সঙ্গে ছিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজোঁর দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে ড. ইউনূসকে ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা এবং জুলাই সনদের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কোন কোন ক্ষেত্রে ঐকমত্যের আলোচনা আটকে যাচ্ছে, সে বিষয়েও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা।

সূত্র মতে, কয়েকটি ক্ষেত্রে সংস্কারের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন ড. ইউনূস। সেসব সংস্কার নিশ্চিত করেই নির্বাচন করার পক্ষে মত দেন তিনি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের চলমান সংলাপে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ, সংবিধান সংশোধন পদ্ধতি এবং নারী আসনে সরাসরি ভোটের প্রস্তাব নিয়ে কয়েক দফা আলোচনা হলেও ঐকমত্য হয়নি। এসব ক্ষেত্রের বেশিরভাগ ইস্যুতে অধিকাংশ দল কমিশনের প্রস্তাবে একমত হলেও বিএনপিসহ কয়েকটি দল আপত্তি করে আসছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত