মধুপুরের পীর আব্দুল হামিদ

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা সময়ের দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০২: ৩৮

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেছেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। তাই কুফরি আকিদা পোষণকারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা সময়ের দাবি। শনিবার রাজধানীর ফরিদাবাদ মাদরাসা মিলনায়তনে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৫ নভেম্বর আন্তর্জাতিক মহাসম্মেলন সফল করতে সরকার, প্রশাসন ও সাধারণ মানুষের সহানুভূতিশীল অংশগ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ওলামা সম্মেলনে বক্তব্য রাখেন-মুফতি জসিম উদ্দিন হাটহাজারী, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মুফতি আব্দুল আউয়াল ডিআইটি, মাওলানা জুনায়েদ আল হাবীব, শায়খুল হাদিস মাওলানা হেলাল উদ্দিন, মুফতি জাফর আহমাদ ঢালকানগর, মাওলানা আবু তাহের জিহাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি নূর হোসাইন নূরানী, মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান (পীর সাহেব বাহাদুরপুর), মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা নেয়ামত উল্লাহ ফরিদী, মাওলানা আলী আহমদ চৌধুরী (পীর সাহেব চণ্ডীবর্দী), মাওলানা ইয়াহইয়া মাহমুদ রামপুরা প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৪ সালে পাকিস্তান জাতীয় পরিষদ কাদিয়ানীদের আইনগতভাবে অমুসলিম ঘোষণা করে। বাংলাদেশে ১৯৮৫ সালের ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ সংক্রান্ত আইনে বিভ্রান্তিমূলক প্রচার নিষিদ্ধ করেছে। কাদিয়ানীরা নিজেদের মুসলমান দাবি করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে, যা দণ্ডবিধি ২৯৫ ধারার পরিপন্থী।

মহাসম্মেলন বাস্তবায়নের জন্য সারা দেশে প্রচারণামূলক বেশকিছু কর্মসূচি ঘোষণা করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত