আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমরা একটা যুদ্ধাবস্থায় আছি, আমাদের একতাবদ্ধ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

ঢাবি সংবাদদাতা

আমরা একটা যুদ্ধাবস্থায় আছি, আমাদের একতাবদ্ধ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, আমরা একটা যুদ্ধাবস্থায় আছি। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় তিনি জাতীয় ঐক্যের প্রতি জোর দিয়ে বলেন, 'এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে, যেকোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওঁত পেতে আছে আমাদের ছোবল মারার জন্য, আমাদের অগ্রযাত্রাকে রুখে দেয়ার জন্য। আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না।'

আমাদের সবসময় মনে রাখতে হবে, পতিত ফ্যাসিবাদ ও তার দেশি-বিদেশী দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নানামুখী অপপ্রচারে লিপ্ত। তারা সবসময় চাইবে 'জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্যের শক্তিকে পরাভূত করতে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচেষ্টাকে লাইনচ্যুত করতে এবং বাংলাদেশকে পুনরায় করায়ত্ব করতে।'

আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যেকোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন