যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৮: ৫৬
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পতাকা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্যারিফ) চূড়ান্ত করতে চলমান দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষ আলোচনার পর্বটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৭ জুন), যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

শনিবার এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আলোচনার বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। উভয় পক্ষই চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার জন্য আন্তরিকভাবে কাজ করছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত