আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা করতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত রয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে তফসিল ঘোষণার সময়সূচিসহ ভোট আয়োজনের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি পোস্টাল ব্যালটের ব্যালট পেপার আনা–নেওয়ার সময়সূচিও চূড়ান্ত করা হবে। নির্বাচন ও গণভোট—উভয় প্রক্রিয়ার প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিতে মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময় বিষয়েও আলোচনা হবে।


কোনো সন্দেহ নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন: নির্বাচন কমিশনার