ঢাবি সংবাদদাতা
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে এবারের শোভাযাত্রাকে শুধু বাঙালির নয়, বরং বাংলাদেশের প্রাণের উৎসব হিসেবে অভিহিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অংশ নিয়ে গণমাধ্যমের সামনে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, নববর্ষের উৎসবকে আমরা অনেকদিন বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা শুধু বাঙালির প্রাণের উৎসব আর নয়। এটা বাংলাদেশের প্রাণের উৎসব। বাঙালি, চাকমা, মারমা ও গারোসহ সকল জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে। ফলে আমরা এটাকে আমরা বাংলাদেশের উৎসব হিসেবে পালন করা শুরু করলাম।
তিনি আরো বলেন, আমি মনে করি এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়ত ২০-৩০ বছর পর থাকবো না, কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ বলেন, এবারের প্রেক্ষাপটে ভিন্ন। একটু মুক্ত পরিবেশে আমরা একত্র হয়েছি। কিছু বাধা-ষড়যন্ত্র ছিল। তবে আমরা আল্লাহর সাহায্য নিয়ে প্রতিকূলতা অতিক্রম করেছি। আজকের দিনে কারো প্রতি বিরোধ নেই। পেছনে তাকাচ্ছি না, সামনে তাকাচ্ছি। আমাদের সামনে নতুন সুযোগ এসেছে সাংস্কৃতিক কর্মকাণ্ড, জাতি, ধর্ম, পেশা সকল ক্ষেত্রে যত অবারিত অন্তর্ভুক্তিমূলক করা যায়।
এদিকে সকাল ৯টা ৫ মিনিটে চারুকলার সামনে থেকে বিশাল বহর নিয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি দিয়ে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর দিয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হয়।
এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যান্ড দল, কৃষকদের একটি অংশ, রিকশা দল, ঘোড়ার গাড়ির দল। এছাড়াও সাঁওতাল, মারমা, গারো, খাসিয়া, তঞ্চঙ্গ্যাসহ ২৮টি জাতিগোষ্ঠী শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রার একদম শুরুতে ছিল ডিএমপির অশ্বারোহী দল এছাড়াও র্যাব, পুলিশের সোয়াট টিম, প্রক্টরিয়াল টিম। এরপরে অংশ নেওয়া ২৮টি জাতিগোষ্ঠী, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বড় র্যালি।
এরপরে ফ্যাসিবাদের মোটিফসহ বড় ও মাঝারি সাইজের মোটিফগুলো ছিল। শেষে শতফুট দৈর্ঘ্যের লোকজ সংস্কৃতিকে ধারণ করে বানানো পটচিত্র স্থান পায় শোভাযাত্রায়।
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে এবারের শোভাযাত্রাকে শুধু বাঙালির নয়, বরং বাংলাদেশের প্রাণের উৎসব হিসেবে অভিহিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অংশ নিয়ে গণমাধ্যমের সামনে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, নববর্ষের উৎসবকে আমরা অনেকদিন বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা শুধু বাঙালির প্রাণের উৎসব আর নয়। এটা বাংলাদেশের প্রাণের উৎসব। বাঙালি, চাকমা, মারমা ও গারোসহ সকল জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে। ফলে আমরা এটাকে আমরা বাংলাদেশের উৎসব হিসেবে পালন করা শুরু করলাম।
তিনি আরো বলেন, আমি মনে করি এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়ত ২০-৩০ বছর পর থাকবো না, কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ বলেন, এবারের প্রেক্ষাপটে ভিন্ন। একটু মুক্ত পরিবেশে আমরা একত্র হয়েছি। কিছু বাধা-ষড়যন্ত্র ছিল। তবে আমরা আল্লাহর সাহায্য নিয়ে প্রতিকূলতা অতিক্রম করেছি। আজকের দিনে কারো প্রতি বিরোধ নেই। পেছনে তাকাচ্ছি না, সামনে তাকাচ্ছি। আমাদের সামনে নতুন সুযোগ এসেছে সাংস্কৃতিক কর্মকাণ্ড, জাতি, ধর্ম, পেশা সকল ক্ষেত্রে যত অবারিত অন্তর্ভুক্তিমূলক করা যায়।
এদিকে সকাল ৯টা ৫ মিনিটে চারুকলার সামনে থেকে বিশাল বহর নিয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি দিয়ে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর দিয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হয়।
এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যান্ড দল, কৃষকদের একটি অংশ, রিকশা দল, ঘোড়ার গাড়ির দল। এছাড়াও সাঁওতাল, মারমা, গারো, খাসিয়া, তঞ্চঙ্গ্যাসহ ২৮টি জাতিগোষ্ঠী শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রার একদম শুরুতে ছিল ডিএমপির অশ্বারোহী দল এছাড়াও র্যাব, পুলিশের সোয়াট টিম, প্রক্টরিয়াল টিম। এরপরে অংশ নেওয়া ২৮টি জাতিগোষ্ঠী, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বড় র্যালি।
এরপরে ফ্যাসিবাদের মোটিফসহ বড় ও মাঝারি সাইজের মোটিফগুলো ছিল। শেষে শতফুট দৈর্ঘ্যের লোকজ সংস্কৃতিকে ধারণ করে বানানো পটচিত্র স্থান পায় শোভাযাত্রায়।
পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
২৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪২ মিনিট আগেপ্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সনদে স্বাক্ষরের যে উদ্যোগ নিয়েছিল, তা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যা ঐক্য ও পরিবর্তনের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতীক। এটি আসন্ন নির্বাচনের আগে আস্থা তৈরিতেও সহায়ক হয়েছে।
১ ঘণ্টা আগেঅংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনি যুদ্ধকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, নির্বাচনী যুদ্ধে আমাদের জিততেই হবে, এর কোনো বিকল্প নেই।
১ ঘণ্টা আগে