নৌপথে স্বস্তিতে ঈদে ঘরমুখোরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১৯: ৩৮

এবারের ঈদযাত্রায় নৌপথে সরকার নির্ধারিত ভাড়াতেই যাত্রীরা ভ্রমণ করতে পারছেন। তবে লঞ্চগুলোতে রয়েছে শিডিউল বিপর্যয় বলেও জানা গেছে।

শনিবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে তিল ধারনের ঠাঁয় নেই, বাড়ি ফিরছেন তারা। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এ চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ঈদযাত্রায় নৌপথে সরকার নির্ধারিত ভাড়াতেই যাত্রীরা ভ্রমণ করতে পারছেন। তবে লঞ্চগুলোতে রয়েছে শিডিউল বিপর্যয় বলেও জানা গেছে। পর্যাপ্ত যাত্রী নেয়ার পরও কোনো কোনো লঞ্চ ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে ছাড়ছে বলে অভিযোগ যাত্রীদের। আবার সকালের দিকে লঞ্চের ছাদে উপচেপড়া যাত্রী নিয়েও বেশ কয়েকটি লঞ্চ সদরঘাট টার্মিনাল ছেড়ে গেছে।

এবারের ঈদযাত্রায় প্রতি লঞ্চে ৫টির বেশি মোটরসাইকেল নিয়ে যাত্রা করা যাবে না বলে জানিয়েছিল বিআইডাব্লিউটিএ। তবে সেখানে ১৫/২০টি মোটরসাইকেল নিয়ে যাত্রা করছে লঞ্চগুলো।

অন্যান্য রুটের চাইতে স্বাচ্ছন্দে নৌপথে ভ্রমণ করা যায় বলে অনেকেই ঈদযাত্রার রুট হিসেবে ব্যবহার করছেন বলেও জানিয়েছেন যাত্রীরা।

অন্যান্য বারের তুলনায় এবারের ঈদযাত্রা অনেক স্বস্তি ও আরামদায়ক বলেও জানান যাত্রীরা। ঈদে বাড়ি যেতে পেরে উচ্ছ্বসিত শিশু-কিশোররাও।

বিআইডাব্লিউটিএয়ের তথ্য অনুযায়ী, ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটির দ্বিতীয় দিনে ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ৫২টি লঞ্চ এসেছে ঘাটে। যার মধ্যে ৩২টি লঞ্চ সদরঘাট টার্মিনাল ছেড়ে গেছে। অপেক্ষমাণ আছে ২০টি।

সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাব-১০ এর গৃহীত পদক্ষেপ সংক্রান্ত সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ অধিনায়ক মো. কামরুজ্জামান জানান, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তায় তৎপর রয়েছে র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা। এবারের ঈদকে কেন্দ্র করে নাশকতার কোনো শঙ্কা নেই, রয়েছে পর্যাপ্ত প্রস্তুতি।

শিডিউল বিপর্যয় নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রী সেবায় এমন কোনো ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বিষয়:

নৌপরিবহন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত