৪ নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি নিয়ে যা বললেন ফারুকী

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১৩: ০৫
আপডেট : ০৪ জুন ২০২৫, ১৩: ৫৫
ফাইল ছবি

চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ-এমপিএ) মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই সামাজিক মাধ্যমে এটা নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এ বিষয়ে কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিজ্ঞাপন

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় ভাই-বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল- একটা ফেক নিউজ।’

তিনি আরও বলেন, ‘নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে- এটা যে ফেক নিউজ তার প্রমাণ হিসেবে কমেন্টে অধ্যাদেশের স্ক্রিনশট দেওয়া হলো।’

এরপর তিনি মন্তব্যের ঘরে গতকাল মঙ্গলবার প্রকাশিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন-২০২২ সংশোধনের একটি স্ক্রিনশট তুলে ধরেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত