আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাইলস্টোন ট্রাডেজি : ঢামেক থেকে ছুটি পেলেন দুইজন

স্টাফ রিপোর্টার
মাইলস্টোন ট্রাডেজি : ঢামেক থেকে ছুটি পেলেন দুইজন

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দুইজন রোববার ছুটি পেয়েছেন।

মাইলস্টোন স্কুলের শিক্ষিকা সুমাইয়া লরিন (৩০) ও শিক্ষার্থী ইউশা (১৪)। সকালে তাদের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে নিয়ে গেছেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ণ ইউনিটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

বার্ণ ইউনিট সূত্রে জানা গেছে, হাসপাতালে বর্তমানে ২৪ জন রোগী ভর্তি আছে। চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে ১৪ জনকে। বার্ণ ইউনিটে মোট ভর্তি আছেন ১৮ জন।

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়।

ওই দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা তাদের বেশির ভাগই শিশু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন