আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীরা

স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার
স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৭ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের সাথে বৈঠকের তারিখ নির্ধারণের জন্য আল্টিমেটাম দিয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেয় তারা।

আয়ুর্বেদিক শিক্ষার্থীরা ইতিমধ্যে টানা ৩৮ দিন ধরে ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী আহসান হাবিব।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের পক্ষ থেকে আহসান বলেন, ‘আমাদের এই যৌক্তিক দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে দেশের সকল ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক এবং সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনগুলো৷ আমাদের সাথে আলোচনা করে সঠিক ব্যবস্থার জন্য ৭ দিনের মধ্যে বৈঠকের তারিখ ঘোষণা করতে হবে। নয়তো কঠোর কর্মসূচিতে যাব আমরা’।

শেষ বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘আমরা শুধু আমাদের অধিকারের জন্য লড়ছি না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা চাই। যা অত্যন্ত জরুরি’।

আন্দোলনের কারণে চলতি বছরের ৩৬তম ব্যাচের ভর্তি কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাধারণত প্রতি বছর ৫০ জন শিক্ষার্থী (ইউনানি ও আয়ুর্বেদিক বিভাগে ২৫ জন করে) ভর্তি হলেও এবার ১৩ জুলাই শেষ হওয়ার পরও কেউ ভর্তি হতে পারেনি।

শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, কাউন্সিল গঠনের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখবেন।

গত ৩১ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রাথমিক বৈঠক হয়। কিন্তু বৈঠকের পরও সিদ্ধান্তহীনতা অব্যাহত রয়েছে জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। সেইসাথে তাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন