আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এসএসসির ফল প্রকাশ ২৫ জুলাইয়ের মধ্যে

ঢাবি সংবাদদাতা

এসএসসির ফল প্রকাশ ২৫ জুলাইয়ের মধ্যে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৫ জুলাইয়ে মধ্যে প্রকাশ করতে চায় শিক্ষা বোর্ডগুলো। এ লক্ষ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির গতকাল আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেভাবেই ফল প্রকাশ করা হবে। এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে ২৫ মে। সে অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এবার খাতা মূল্যায়নের বিষয়ে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনাÑ এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এহসানুল কবির আরো বলেন, পরীক্ষকরা খাতা মূল্যায়নের নিয়ম জানেন। উত্তর সঠিক হলে নম্বর দেবেন, না হলে দেবেন নাÑ এটাইতো নিয়ম। অর্থাৎ স্বাভাবিক নিয়ম অনুযায়ীই এবার খাতা মূল্যায়ন করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কেউ কেউ প্রথমে খাতা নিতে অনীহা দেখালেও আমরা একটি চিঠি ইস্যু করার পর বেশিরভাগই খাতা নিয়ে গেছে। খাতা ওএমআর শিট জমা দেওয়াও শুরু হয়েছে। আগামী ১৫ জুন ওএমআর জমা দেওয়ার শেষ দিন, এর মধ্যে সব ওএমআর শিট চলে আসবে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলে। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে।

পরীক্ষা শুরুর দিন রাজধানীর এক কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেছিলেন এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার দুই মাস বা ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের যে রেওয়াজ রয়েছে, তা বজায় রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করব।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে অনেক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...