আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের অর্ধদিবস কর্মবিরতি চলছে

স্টাফ রিপোর্টার
পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের অর্ধদিবস কর্মবিরতি চলছে

১০ দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। তাদের এ কর্মসূচি আজ রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

এর আগে ১১ মে এক সংবাদ সম্মেলনে পরিষদ ঘোষণা দিয়েছিল, ‘২৪ মে-এর মধ্যে দাবি না মানা হলে ২৫ মে প্রতীকী কর্মসূচি পালন করা হবে।’ সেই ঘোষণার আলোকে আজ সকাল ৬টা থেকে সারা দেশের সব পেট্রলপাম্প ও ট্যাংকলরি বন্ধ রেখে কর্মবিরতি পালিত হচ্ছে।

সংগঠনটির ঘোষণা অনুযায়ী, কর্মবিরতির আওতায় জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ রয়েছে। তবে হজ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ চালু থাকবে। এছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং যে সব পেট্রলপাম্প পুলিশের গাড়ির জ্বালানি সরবরাহের চুক্তিতে আছে, কেবল সেগুলোতে সরবরাহ অব্যাহত থাকবে।

সংগঠনটির নেতারা বলছেন, লাইসেন্স, বিদ্যুৎ, স্টাফ বেতনসহ সব খরচ বেড়ে গেছে, অথচ কমিশন কমে গেছে। নতুনভাবে পরিবেশ, ফায়ার, বিএসটিআই, কলকারখানা ও বিআরসি লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে, যার ফি অনেক বেশি। ডিপো না থাকা জেলায় তেল পরিবহনের জন্য আন্তঃজেলা পারমিট না থাকায় ট্যাংকলরি চালকেরা হয়রানির শিকার হচ্ছেন। রাস্তায় কাগজপত্র পরীক্ষা বন্ধ করে ডিপোতে তা নিশ্চিত করার সরকারি সিদ্ধান্তও কার্যকর হচ্ছে না। বিএসটিআই অতিরিক্ত ফি নিচ্ছে নানা যন্ত্রাংশের জন্য। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারার হার হঠাৎ ১৫০ গুণ বৃদ্ধি করা হয়েছে।

সব মিলিয়ে এই বাড়তি খরচের কারণে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। তাই পরিষদ দ্রুত যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

তাদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে- তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করা, সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাশুল আগের মতো বহাল রাখা, পাম্প-সংযোগ সড়কের ইজারা নবায়নে নির্ধারিত পে-অর্ডার জমা দিলেই তা নবায়ন বিবেচনা করা, বিএসটিআই শুধু ডিসপেন্সিং ইউনিটের স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই করবে, আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি ও নিবন্ধন বাতিল করা, পরিবেশ, কলকারখানা, ফায়ার সার্ভিস লাইসেন্সের শর্ত বাতিল করা, অবৈধভাবে মেশিন বসিয়ে জ্বালানি বিক্রি বন্ধ করা এবং ডিলারশিপ ছাড়া তেল বিক্রি বন্ধ করা, ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু সহজ করা, রাস্তায় কাগজপত্র পরীক্ষা না করে ডিপো গেটে তা নিশ্চিত করা ও সব ট্যাংকলরির জন্য আন্তঃজেলা পারমিট ইস্যু করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন