সচিবালয়ে ব্রিফিংয়ে আসিফ নজরুল

সেনা কর্মকর্তাদের সাব-জেল প্রশ্নে উপদেষ্টার যে জবাব

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৫: ১১
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৫: ২৭
আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যদের যেভাবে আনা হয়েছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার। সরকার এটিকে অবশ্যই ইতিবাচক দেখছে।

বিজ্ঞাপন

বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এসব কথা জানান।

১৫ সেনা কর্মকর্তার জন্য আলাদা সাব-জেলের প্রয়োজন হলো কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা এসেছেন, ওনাদের নিয়ে আসা হয়েছে। সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, সেটা আমরা খুবই পজিটিভলি (ইতিবাচকভাবে) দেখছি।’

উপদেষ্টা বলেন, তাদেরকে সাব-জেল বা অন্য কোথায় রাখা হবে, সেটা দেখা ও তদারকির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ওনারা যেটা যথোপযুক্ত মনে করবেন, সেটাই করবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত