অপ্রয়োজনীয় সব কমিশন বাতিল করুন: মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১২: ৪৭
আপডেট : ০৩ মে ২০২৫, ১৫: ০২

নারী বিষয়ক সংস্কার কমিশনের মতো অপ্রয়োজনীয় সব কমিশন বাতিলের আহ্বান জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

তিনি ড. ইউনূস সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। নারী সংস্কারের জন্য জুলাই বিপ্লবে শহীদরা জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে দেশকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে। সেই সংস্কার করুন, যাতে ফ্যাসিবাদ পুনঃ প্রতিষ্ঠা না হয়।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, অপ্রয়োজনীয় কমিশন গঠন করে রাষ্ট্রীয় সম্পদ ও সময় নষ্ট করা হচ্ছে। এসব কমিশন বাতিল করুন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত