আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

আমার দেশ অনলাইন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

ঢাকায় ভারতের হাইকমিশনে ‘সাম্প্রতিক হুমকি’ এবং কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে আপত্তি জানাতে নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, এই তলবের প্রেক্ষাপটে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভি জানায়, বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনের সময় দেওয়া এক বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘সেভেন সিস্টারসকে ভারত থেকে আলাদা করা হবে।’

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা আশা করি, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্যও।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন