আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মব নিয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্য, চলে যাওয়ার পর হুমকি বললেন প্রিন্স

আমার দেশ অনলাইন

মব নিয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্য, চলে যাওয়ার পর হুমকি বললেন প্রিন্স
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ফাইল ছবি

‘মব’ শব্দ ব্যবহার করে সুকৌশলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তিনি চলে যাওয়ার পর তার এই বক্তব্যকে ‘থ্রেট’ আখ্যা দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক সংলাপে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দূর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবকে একসাথে মেলাতে পারবেন না।’

তিনি বলেন, ‘গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেইটার সাথে মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে; আমি বলব যে সবারই সংযত হওয়া উচিত। এটা কখনো করবেন না।’

যারা অপরাধমূলক কর্মকাণ্ড করে সেগুলোর কঠোর হাতে দমন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘কারণ জাতির ইতিহাসে সোনালি অর্জনগুলো যেভাবে এসেছে, সেগুলোকে সুকৌশলে সূক্ষ্মভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে। আমরা সেই জায়গা থেকে রাস্তায় যারা ভায়োলেন্স সৃষ্টি করবে কোনো কারণ ছাড়া, অপরাধমূলক কর্মকাণ্ড করবে; সেটাকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। কিন্তু পাশাপাশি বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন কিন্তু বরদাস্ত করা যাবে না।’

বক্তব্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন চিফ প্রসিকিউটর। তিনি চলে যাওয়ার পর তার মন্তব্যকে থ্রেট আখ্যা দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

প্রিন্স বলেন, ‘আপনি আইনের শাসন চান, আবার মবকে উস্কান। তার মানে কী এইটা। নো, এইটা বাংলাদেশে চলবে না। এইটা যদি চালাইতে চান, আইনের শাসন চলতে পারে না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...