বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিতব্য অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সশস্ত্র বাহিনীর একটি সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল রোববার ওমানে গমনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
রোববার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানসমূহে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ৩৫ সদস্যের একটি চৌকস ব্যান্ড ও অর্কেস্ট্রা দল ওমানের মাস্কাটে আয়োজিত আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে বাদ্য পরিবেশনা করবে। অনুষ্ঠানে ওমানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, ওমানে অবস্থানরত দেশি-বিদেশি কূটনৈতিকবৃন্দ ও সে দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থাকবেন।
সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দলের উপস্থিতি বাংলাদেশ ও ওমানের মধ্যকার সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছে সশস্ত্র বাহিনী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

