আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দলের ওমান গমন

স্টাফ রিপোর্টার

সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দলের ওমান গমন

বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিতব্য অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সশস্ত্র বাহিনীর একটি সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল রোববার ওমানে গমনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

রোববার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানসমূহে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ৩৫ সদস্যের একটি চৌকস ব্যান্ড ও অর্কেস্ট্রা দল ওমানের মাস্কাটে আয়োজিত আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে বাদ্য পরিবেশনা করবে। অনুষ্ঠানে ওমানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, ওমানে অবস্থানরত দেশি-বিদেশি কূটনৈতিকবৃন্দ ও সে দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থাকবেন।

সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দলের উপস্থিতি বাংলাদেশ ও ওমানের মধ্যকার সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছে সশস্ত্র বাহিনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন