সন্ধ্যায় দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৪: ২২
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৪: ৫২

রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বুধবার সন্ধ্যা ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বৈঠকে অংশ নিতে প্রতিটি দলের দুইজন প্রতিনিধির নাম বিকেল ৪টার মধ্যে কমিশনের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ে পাওয়া প্রতিনিধিরাই কেবল বৈঠকে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এর আগে গতকাল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের চূড়ান্ত কপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। আগামী শুক্রবার জুলাই সনদে দলগুলোর সই করার কথা রয়েছে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত