আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনে এবার ভোটার ১২ কোটি ৭৭ লাখ

স্টাফ রিপোর্টার

নির্বাচনে এবার ভোটার ১২ কোটি ৭৭ লাখ
ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন।

বৃহস্পতিবার ইসি প্রকাশিত আসনভিত্তিক প্রার্থী ও ভোটার তালিকা থেকে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞাপন

তালিকায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির সংসদ ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন। নির্বাচনে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার সংখ্যা ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। আর হিজড়া ভোটার এক হাজার ১২০ জন।

৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, দুই লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে আট লাখ চার হাজার ৩৩৩ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...