অ্যাপেন্ডিসাইটিসের ব্যাথায় ভুগছেন উপদেষ্টা ফারুকী, রাতেই অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৯: ৫৭

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর জটিল একটি অস্ত্রোপচার করতে হবে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ রোববার রাতেই সেটি হতে পারে।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যা ৭টায় স্কয়ার হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘উপদেষ্টা ফারুকীর চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টায় বোর্ডের সভায় জানানো হয়, উপদেষ্টা অ্যাপেন্ডিসাইটিসের ব্যাথায় ভুগছেন। তার অস্ত্রোপচার জরুরি। এজন্য আজ রাতেই তা হতে পারে।’ এছাড়া উপদেষ্টার আর কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।

এর আগে গতকাল শনিবার কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ পয়ে পড়েন উপদেষ্টা সরয়র ফারুকী। পরে রাত সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয় তাকে। পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, কাজের অতিরিক্ত চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত