আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিন দফা দাবিতে বিসিএস প্রার্থীদের অনশন শুরু

স্টাফ রিপোর্টার

তিন দফা দাবিতে বিসিএস প্রার্থীদের অনশন শুরু

তিন দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বিসিএস প্রার্থীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। ৪৩ তম বিসিএসে ক্যাডার বঞ্চিতদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।

তিন দফা দাবি হলো-‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা, ২০২৫’ অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদসহ বিসিএস নন-ক্যাডারের নামে অধিযাচনকৃত পদসমূহ প্রত্যাহার করে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারে পূর্বের ন্যায় পদ বৃদ্ধি করে অধিকসংখ্যক প্রার্থী সুপারিশের ধারা অব্যাহত রাখতে হবে।

আন্দোলনকারীরা জানান, বিসিএস চাকরি প্রত্যাশী প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারের সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে যোগাযোগ করেছেন। মানববন্ধন, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদানসহ নানা উপায়ে দাবি জানিয়েও তা বাস্তবায়িত হয়নি। বারবার আশ্বাসের পরে দীর্ঘসূত্রতায় ফেলে রাখার কারণে বাধ্য হয়ে তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।

প্রার্থীরা মনে করছেন, এই নিয়োগ দ্রুত সম্পন্ন হলে, সরকারের শূন্যপদ সংকট দ্রুত নিরসন হবে, সময় ও ব্যয় সাশ্রয় হবে, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা—দ্রুত ও স্বচ্ছ নিয়োগ—বাস্তবায়িত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...