আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অর্থ উপদেষ্টা

আইপিএলে বাংলাদেশের প্রতিবাদ দেখানো ঠিক আছে

স্টাফ রিপোর্টার

আইপিএলে বাংলাদেশের প্রতিবাদ দেখানো ঠিক আছে
ছবি: আমার দেশ

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আইপিএল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজকে বাদ দিয়ে শুরুটা করেছে ভারত, বাংলাদেশ যা করেছে সঠিক, প্রতিবাদ এমনই হওয়া উচিত।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ক্রিকেটার মোস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে, সেটি দুঃখজনক। এর শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হোক চাই না। তবে দুই দেশকে বসেই বিষয়টির মীমাংসা করতে হবে। রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না বলেই আশা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন