আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশে ‘অন অ্যারাইভাল ভিসা’ আপাতত বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

আমার দেশ অনলাইন

বাংলাদেশে ‘অন অ্যারাইভাল ভিসা’ আপাতত বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন

নির্বাচনের আগে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে’ সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

যেসব দেশের নাগরিকরা বাংলাদেশে এতদিন ‘অন অ্যারাইভাল’ বা আসার পর ভিসা পেয়ে এসেছেন, তাদের উদ্দেশে ইতোমধ্যে একটি বিবৃতিও প্রকাশ করতে দেখা গেছে ওইসব দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে।

এর মধ্যে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস বাংলাদেশ ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ থাকবে। সূত্র: বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন