‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানুষের রক্ত ও ঘামে অর্জিত’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৪৫

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মানুষের রক্ত ও ঘামে অর্জিত। মাতৃভাষা আল্লাহর নিয়ামত।

শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পবিত্র খতমে কুরআন ও দুয়া মাহফিলে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

আ. ছালাম বলেন, ৮ ফাল্গুন আমরা এই দিবস পালনের দাবি জানাই। একই সঙ্গে দেশব্যাপী ভাষা শহীদ ও সম্পৃক্ত সবার কল্যাণ কামনায় দোয়ার আহ্বান জানান তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াহ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এসএম শফিউল আলম তালুকদার, পরিচালক তৌহিদদুল আনোয়ার, বজলুর রশিদ, পেশ ইমাম মুহিব্বুল্লাহ হিল বাকী প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত