আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানুষের রক্ত ও ঘামে অর্জিত’

স্টাফ রিপোর্টার

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানুষের রক্ত ও ঘামে অর্জিত’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মানুষের রক্ত ও ঘামে অর্জিত। মাতৃভাষা আল্লাহর নিয়ামত।

শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পবিত্র খতমে কুরআন ও দুয়া মাহফিলে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

আ. ছালাম বলেন, ৮ ফাল্গুন আমরা এই দিবস পালনের দাবি জানাই। একই সঙ্গে দেশব্যাপী ভাষা শহীদ ও সম্পৃক্ত সবার কল্যাণ কামনায় দোয়ার আহ্বান জানান তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াহ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এসএম শফিউল আলম তালুকদার, পরিচালক তৌহিদদুল আনোয়ার, বজলুর রশিদ, পেশ ইমাম মুহিব্বুল্লাহ হিল বাকী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন