আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইল ত্যাগ করেছে শহিদুল আলমকে বহনকারী ফ্লাইট

আমার দেশ অনলাইন

ইসরাইল ত্যাগ করেছে শহিদুল আলমকে বহনকারী ফ্লাইট

ইসরাইল ত্যাগ করেছে শহিদুল আলমকে বহনকারী ফ্লাইট। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুরস্কের সূত্রে জানা গেছে, আজ বিকেলে ইসরাইল থেকে একটি ফ্লাইট ছেড়েছে, যার যাত্রীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আরো বলা হয়েছে, ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরাইল থেকে তাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন