সাংবাদিকদের কর্মচারী নেতারা

সরকারের প্রতিপক্ষ নই, জুলাই আন্দোলনের পক্ষের শক্তি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৭: ২৩

সচিবালয়ে চলমান বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে কর্মচারীরা বলেছেন, ‘আমরা কেউই সরকারের প্রতিপক্ষ নই। এ সরকার আমাদের। জুলাই বিপ্লবের মাধ্যমে বহু রক্তের বিনিময়ে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ওই আন্দোলনের সক্রিয় সহযোগী। আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাবো।

বিজ্ঞাপন

আজ সচিবালয়ে সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কর্মচারী নেতারা। মঙ্গলবার বেলা আড়াইটা থেকে ৪টা পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Secretariate-2

ভূমি সচিব বলেন, ‘আমরা এখানে সবাই সহকর্মী। আমরা দেশের জন্য কাজ করছি। কেউ কারো প্রতিপক্ষ নই।’ কর্মচারী নেতাদের প্রস্তাব আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পেশ করবো। সরকার এগুলো পর্যালোচনা করবে।

এ সময় কর্মচারীদের নেতা বাদিউল কবির সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো আন্দোলন করিনি। আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে অধ্যাদেশের বিষয়ে আপত্তি তুলে ধরেছি। সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন কেনো করবো? আমরাও তো বিগত সরকারের সময় অনেক হয়রানির শিকার হয়েছি। আমাদের অনেককে নানা অজুহাতে ওই সময় চাকরিচ্যুত করা হয়েছিল। ওনারা এখন চাকরি ফিরে পেয়েছেন। জুলাই অভ্যুত্থান সফল না হলে আমরা প্রতিকার পেতাম না। কাজেই এ সরকার আমাদের সরকার।’

তিনি বলেন, ‘আমরা সরকারের সাফল্য চাই। তবে কিছু ব্যক্তি সরকারকে বিব্রত করতে অহেতুক কিছু কাজ করছে, যা প্রশাসনকে বিতর্কিত করছে। চাকরি বিধিমালা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। ফ্যাসিবাদের সহযোগীদের জন্য এ বিধিমালা আরো সহায়তা করবে। ভালো কর্মকর্তা ও কর্মচারীরা এতে বিপদগ্রস্ত হবেন। এ কারণে আমরা এটি বাতিলের দাবি করছি।’

তিনি আরো বলেন, ‘আগামীকাল আমাদের কোনো কর্মসূচি নেই। আমরা কতটা সুশৃঙ্খল সেটা দেশবাসী জানবেন। আমাদের কোনো সহকর্মী বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত নয়।’

কর্মচারীদের অপর নেতা নুরুল ইসলাম বলেন, ‘আজকে সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা অত্যন্ত আস্থাশীল। আমরা সরকারের অংশ। সরকার বিব্রত হোক, এমন কোনো কাজ আমরা করিনি এবং করবো না।’

বিষয়:

সচিবালয়
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত