‘সংস্কার যাত্রা ও নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলছে নির্বাচন কমিশন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত কাইয়ূম বলেন, জাতীয় নির্বাচন দ্বারপ্রান্তে। যেকোনো সময় তফসিল ঘোষণা হবে। সারাদেশে আমাদের দলীয় নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণের জন্য চূড়ান্ত মাত্রায় প্রস্তুত। আমরা দলীয়ভাবে, গণতান্ত্রিক সংস্কার জোটগত ভাবেও নির্বাচনে অংশ নেওয়ার আলাপ-আলোচনায় যুক্ত।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, নির্বাচন কমিশন তাদের নিবন্ধন আবেদন নিয়ে গড়িমসি করছে এবং আদালতের রায়ও উপেক্ষা করছে। ২০২২ সালে আবেদন করা হলেও, কমিশন কোনো স্পষ্ট কারণ ছাড়াই তা খারিজ করে। পরবর্তীতে আদালত এ বছরের ২২ সেপ্টেম্বর রুলটি তাদের পক্ষে 'Absolute' করেন এবং নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেন। এরপর, দীর্ঘ সময় অপেক্ষা করার পর ৩ নভেম্বর সংশোধিত গঠনতন্ত্র কমিশনে জমা দেওয়া হয়। কিন্তু কমিশন এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। প্রায় ১০ দিন ধরে এর কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি।
হাসনাত কাইয়ূম বলেন, এমতাবস্থায় নির্বাচন কমিশনের এই ন্যাক্কারজনক কর্মকাণ্ড বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আগামী নির্বাচন এবং আগামী দিনের রাজনীতি থেকে বঞ্চিত করার উপক্রম করেছে। এমন কিছু হলে জাতীয় নির্বাচন, গণভোট এবং আগামীর সংস্কার যাত্রা প্রশ্নবিদ্ধ হবে; যা পতিত স্বৈরাচারের এবং এ সময়ের সংস্কার বিরোধীদের ‘পারপাস সার্ভ’ করবে। আমরা মনে করি, নির্বাচন কমিশন সংস্কার যাত্রা ও নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলছে।
এসময় রাষ্ট্র সংস্কার আন্দোলন ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে জানান তিনি। তিনি বলেন, সংস্কার যাত্রা নিরঙ্কুশ করতে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। রাষ্ট্র সংস্কার আন্দোলন এই নির্বাচনে অংশ নেওয়ার অন্যতম হকদার এবং দাবিদার। তাই অবিলম্বে নিবন্ধনের দাবি জানাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। অন্যথায় রাষ্ট্রীয় আদালত এবং জনতার আদালতে এই নির্বাচন কমিশনের বিচারের ব্যবস্থা করবে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন, দলটির সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুঁইয়া প্রমুখ।

