স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার দাবি যুব বাঙালির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৯: ২১

একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ এখনও ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা বহাল রাখা লজ্জাজনক বলে মনে করে যুব বাঙালি। চব্বিশের জুলাই গণঅভ্যূত্থানের মধ্যে দিয়ে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, একাত্তরের সশস্ত্র সংগ্রামে বাঙালির শ্রেষ্ঠ অর্জন হলো বাংলাদেশ কিন্তু ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বহাল থাকায় সশস্ত্র সংগ্রামের অর্জন ভুলণ্ঠিত। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, ফকির মজনু শাহের নেতৃত্বে ফকির-সন্ন্যাস বিদ্রোহ, হাজী শরিয়তউল্লাহ ও দুদু মিয়ার ফরায়েজি আন্দোলন, ওহাবী আন্দোলন, তিতুমীরের বাঁশের কেল্লা আন্দোলন, তেভাগা আন্দোলন, দেশবন্ধু সি আর দাসের স্বরাজ পার্টি, অনুশীলন-যুগান্তর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক এর কৃষক-প্রজা পার্টি, রাস বিহারী বসু ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ বাঙালির নিজস্ব সংস্কৃতি নির্ভর রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বিকশিত করেছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, ৫২'র ভাষা আন্দোলন, ৬২'র শিক্ষা আন্দোলন, ৬৬'র ছয় দফা আন্দোলন, ৬৯'র গণঅভ্যুত্থান, একাত্তরের ২ মার্চ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন, ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার ঘোষণা, ৭ মার্চের ভাষণ, ২৩ মার্চ গান ফায়ার ও কুচকাওয়াজ, ২৫-২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা সশস্ত্র সংগ্রামকে অনিবার্য করে তুলেছিলো। অথচ স্বাধীন দেশে এ সব ঘটনা আজও‌ রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।

বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা উত্তর কালে ৭২-৮১'র ছাত্র-যুব সমাজের ফ্যাসিবাদ-বাকশাল ও সামরিক শাসন বিরোধী আন্দোলন, ৯০'র অভ্যুত্থান, ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাঙালির কাঙ্ক্ষিত রাজনৈতিক স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা। জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটেছে তাকে কাঠামোগত রূপ দিতে রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থার পরিবর্তন জরুরি। দলীয় ও অদলীয় শ্রেণি পেশার প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রীয় কাঠামোই পারবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠা করতে। আর তখনই আমরা পারবো দেশের প্রতিটি জনগণকে সত্যিকারের স্বাধীনতার সাধ উপভোগ করার মধ্যে দিয়ে চিন্তা ও মননে সৃজনশীলতার আলোতে উদ্ভাসিত করতে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত