আমি বাংলাদেশের পক্ষে, আগ্রাসনের বিপক্ষে রাজনীতি করি: মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৭: ৪৮
আপডেট : ২৩ মে ২০২৫, ১৮: ৩৫

আমি বাংলাদেশের পক্ষে, আগ্রাসনের বিপক্ষে রাজনীতি করি। কিন্তু দলীয় রাজনীতি করি না বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার আমার দেশ’র খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, 'এখন আমি রাজনৈতিক বিষয়ে একটু আসতে চাই। সাংবাদিকতা পেশার সাথে রাজনীতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটুখানি অস্থিতিশীল হয়ে যাচ্ছে। তার মানে আপনাদের চ্যালেঞ্জ বাড়বে। কারণ হচ্ছে, এই যে অস্থিতিশীল হচ্ছে, কারা করছে। তারা হচ্ছে অনেক গ্রুপ। একটা গ্রুপ হচ্ছে রাজনীতিবিদ। রাজনীতিবিদদের কারণে অস্থিতিশীল হচ্ছে বর্তমান পরিস্থিতি। তা যদি হয়ে থাকে তাহলে আপনাকে নির্দলীয়ভাবে নিউজ করতে হবে।'

তিনি আরও বলেন, 'মনে রাখবেন, আপনাকে চিন্তা করা যাবে না আপনার রাজনৈতিক বিশ্বাস কোন দলের প্রতি। এই চিন্তাটা আপনাকে সাংবাদিক হিসেবে আপনার মাথা থেকে বাদ দিতে হবে।'

মাহমুদুর রহমান বলেন, 'রাজনীতি আমিও করি কিন্তু আমি কী রাজনীতি করি তা মনে রাখতে হবে। আমি বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। আমি গণমানুষের রাজনীতি করি। আমি বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিপক্ষে রাজনীতি করি। কিন্তু আমি দলীয় রাজনীতি করি না।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত