আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষকদের মুখে কালো কাপড় বেঁধে মিছিল আজ, বিভিন্ন দলের একাত্মতা

স্টাফ রিপোর্টার
শিক্ষকদের মুখে কালো কাপড় বেঁধে মিছিল আজ, বিভিন্ন দলের একাত্মতা

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি আদায়ে আজ মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে মিছিল করবেন তারা। গতকাল সোমবার বিকালে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

কর্মসূচি ঘোষণা করে সারা দেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে শিক্ষক নেতা আজিজী বলেন, যারা শহীদ মিনারে আসতে পারেন না, আপনারা প্রতিদিন সকাল ১১টা থেকে ১২টায় জেলা ও উপজেলা সদরে অবস্থান নেবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ থেকে কর্মসূচি আমরণ অনশনে নিয়ে গেছি। ইতোমধ্যে আমাদের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। এ অনশনের মাধ্যমে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায় শিক্ষা উপদেষ্টা সি‌আর আবরারকে নিতে হবে। আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে; নইলে তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।

তিনি আরো বলেন, আমরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, তাহলে সবাইকে ঢাকায় এনে আমরা যমুনা ঘেরাও করব। আমরা সচিবালয়ে প্রত্যেকটি পয়েন্টে অবস্থান নেব। আমরা দেখব, আবরার সাহেব শিক্ষকের বুকের ওপর মাড়িয়ে কীভাবে সচিবালয়ে ঢোকেন?

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো সমাবেশ ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। গতকাল দুপুরে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আন্দোলনস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে পাঠানো হয়। প্রতিনিধিদলে নেতৃত্ব দেন যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এর আগে গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার আধুনিকায়নসহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ন্যায্য দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের রাস্তায় নামতে হবে না। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।

গতকাল আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

এ দিনে সন্ধ্যায় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে যান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ একটি প্রতিনিধিদল। এছাড়া জাতীয় শিক্ষক ফোরাম ও আদর্শ শিক্ষক ফেডারেশন একাত্মতা ঘোষণা করেছে। নেতারা শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন