সবাইকে ফিলিস্তিনের পক্ষে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান শহিদুলের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৩: ০৯
ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসরাইলের হাতে আটক হওয়া বাংলাদেশের মানবাধিকারকর্মী শহিদুল আলম। বুধবার ইসরাইলি সেনাবাহিনীর হাতে আটক হওয়ার আগে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান।

নিজের ফেসবুক আইডিতে ২৫ সেকেন্ডের একটি ভিডিও বার্তা শহিদুল আলম। তিনি বলেন—আমি শহিদুল আলম বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইজরাইলের দখলদার বাহিনী। যারা ফিলিস্তিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য।

এর আগে মঙ্গলবার তিনি ফেসবুকে লিখেছিলেন, বুধবার ভোরে ‘রেড জোন’ বা বিপজ্জনক অঞ্চলে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। রেড জোন বলতে তিনি বোঝান সেই এলাকায়, যেখানে সম্প্রতি ইসরাইলি বাহিনী সুমুদ ফ্লোটিলা নৌবহর আটক করেছিল।

শহিদুল আলম লেখেন, ধীরগতির নৌযানগুলো যেন পেছনে না পড়ে তার জন্য নৌবহরের কিছু নৌযান সাময়িকভাবে ধীরগতিতে চলেছে। এরপর থাউজেন্ড ম্যাডলিনস নৌযানগুলোও তাদের সমকক্ষে এসেছে। বর্তমানে তারা রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত