আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিএসসির ৭ সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার

পিএসসির ৭ সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাত সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বিজ্ঞাপন

রোববার বেলা সোয়া ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।

শপথ নেয়া নতুন সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওসমান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে পর্যন্ত তারা সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...