বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে দৈনিক আমার দেশের নতুন ইউটিউব চ্যানেল ‘আমার দেশ ঐতিহ্য’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে পত্রিকাটির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্বোধন করেন সম্পাদক মাহমুদুর রহমান।
উদ্বোধনকালে মাহমুদুর রহমান বলেন, পত্রিকা চালুর পরপরই ‘ডেইলি আমার দেশ’ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করা হয়। দর্শক-পাঠকদের সহযোগিতায় এক বছরের মধ্যে যথেষ্ট সাফল্যের মুখ দেখেছে, যার সিংহভাগ কৃতত্ব দর্শক ও শ্রোতাদের।
আমার দেশ পত্রিকাটি শুধু সংবাদমাধ্যম নয়—এটি বাঙালি মুসলমানদের পরিচয় প্রতিষ্ঠার লড়াইয়ের মাধ্যম। সেই লড়াই করতে হলে শুধু সংবাদ প্রচারের মাধ্যমে পারব না; এর জন্য আমাদের ঐতিহ্য ও ইতিহাসে ফিরে যেতে হবে। সেই ইতিহাস কেবল বাংলার ইতিহাস হলে হবে না; মুসলমান বিশ্বের ইতিহাসও লাগবে। সেটা তুলে ধরতেই ‘ঐতিহ্য’ নামে ইউটিউব চ্যানেল চালু করা হলো—সম্পাদক, আমার দেশ
দর্শকদের উদ্দেশে আমার দেশ সম্পাদক বলেন, আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, এই ইউটিউব চ্যানেলে নিউজ আইটেম খুব বেশি থাকে। ফলে এই চ্যানেলে রাজনীতির বাইরে তুলনামূলক অন্য কন্টেন্ট থাকে না।
‘আমি মনে করি আমার দেশ পত্রিকাটি শুধু সংবাদমাধ্যম নয়—এটি বাঙালি মুসলমানদের পরিচয় প্রতিষ্ঠার লড়াইয়ের মাধ্যম। সেই লড়াই করতে হলে শুধু সংবাদ প্রচারের মাধ্যমে পারব না; এটার জন্য আমাদের ঐতিহ্য ও ইতিহাসে ফিরে যেতে হবে। সেই ইতিহাস কেবল বাংলার ইতিহাস হবে না; মুসলমান বিশ্বের ইতিহাসও লাগবে। সেটা তুলে ধরতেই ‘ঐতিহ্য’ নামে ইউটিউব চ্যানেল চালু করা হলো। সেখানে ইতিহাসের পাশাপাশি ধর্মীয় চিন্তা, মূল্যবোধ ও ঐতিহাসিক বিশ্লেষণ এবং সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক উঠে আসবে’— উল্লেখ করেন মাহমুদুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, চিফ রিপোর্টার বাছির জামাল, মাল্টিমিডিয়া ইনচার্জ তামান্না মিনহাজ, আইটি চিফ মো. জুলহাস দেওয়ান, সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

