নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দেখছি না : ডা. তাহের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৭: ৩৯

জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আমাদের আছে। কিন্তু নানা ষড়যন্ত্র দেখছি। কারণ এখনো লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে সরকার তেমন কোন স্টেপ নেয় নাই।

তিনি বলেন, নির্বাচন কমিশনের অনেকগুলো কাজ। যেমন, প্রবাসীদের ভোটার করা। তারপরে বিভিন্ন আইন তৈরি করা ভোটার লিস্টকে আপডেট করা, বিদেশের ভোটার গুলোকে করা, তাদের ( সরকার ) কমিটমেন্ট আছে প্রবাসী ভোটের ব্যাপারে, সেটা এখনো করে নাই। অলরেডি ছয় মাস পার হয়েছে।তাহলে আমরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে নেই, তো তাহলে এসব প্রস্তুতি তো আরো জোরদার হতে পারে । সেজন্যই আমাদের কাছে একটু আশঙ্কা লাগে, কোন জায়গা থেকে কনস্পিরাসি ( চক্রান্ত) আছে কিনা।

বিজ্ঞাপন

তাহের বলেন, যদি একটা ফেয়ার ইলেকশন হয়, লেভেল ফিল্ড সেখানে তৈরি হয় এবং কিছু আইনের পরিবর্তন দরকার । কে সরকারে যাবে কে বিরোধী দল যাবে এটা ডিসাইড করবে জনগণ । তবে তার পূর্ব শর্ত হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন । আমরা সেজন্যই মানুষ যে রায় দেবে সে রায়কে আমরা মাথা পেতে নেব এবং আমি মনে করি এই নির্বাচনে জনগণ জেতা উচিত।

তিনি বলেন, আজকের বৈঠকে মূলত সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়ে বিষয়ে আলোচনা শুরু হয়েছে। পিএসসি( পাবলিক সার্ভিস কমিশনের) উপরেই আমাদের আলোচনা আজকে হচ্ছে। তো আলোচনার শুরুতেও একটুখানি আমাদের আজকে পার্লামেন্ট ( জাতীয় ঐকমত্য হাউস) একটু উত্তেজিত হয়েছিল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত