জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে তার সড়ে দাঁড়ানোর গুঞ্জন চলছে কিছুদিন ধরে। এমন প্রেক্ষাপটে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সমসাময়িক বিষয় নিয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার বিকেল ৩টায় প্রেস ব্রিফিং করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এদিন সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ের কথা বলা হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন আসিফ মাহমুদ। সেই ঘোষণা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের কি-না, তা স্পষ্ট করেনি সূত্রটি।
এদিকে, এনসিপির একাধিক নেতা আসিফ মাহমুদের উপদেষ্টা পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন।। তবে এ ব্যাপারে কোনো সূত্রই নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়।
এর আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চলতি সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার করবে বলার পর তার গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের বিষয়টি সামনে আসায় গুঞ্জন ডালপালা মেলেছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগের পর কোন দলে যোগ দেবেন, সেটি এখনো নিশ্চত হওয়া যায়নি। তিনি এনসিপি, বিএনপি বা গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হবেন বলে জানা গেছে।

