প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে ৫ সফলতা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১১: ০৫
আপডেট : ১৪ জুন ২০২৫, ১৭: ৫৩

যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে দেশে ফেরেন তিনি।

এ তথ্য নিশ্চিত করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে বাংলাদেশের পাঁচটি অর্জনের কথা তুলে ধরেছেন।

যুক্তরাজ্য সফরের অর্জনগুলো—

১. রাজা চার্লস থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার এবং ব্রিটিশ রাজার সঙ্গে ৩০ মিনিটের একান্ত সাক্ষাৎ। গত বছরের জুলাই থেকে বাংলাদেশে জুলাই আন্দোলন ও যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি।

২। অন্তর্বর্তী সরকারের নেতা ও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতার ঐতিহাসিক বৈঠক। ষড়যন্ত্রকারীদের জন্য এটা একটা ‘গেম ওভার’ মুহূর্ত।

৩। যুক্তরাজ্যের এনসিএ শীর্ষ হাসিনা সহযোগীর ১৭০ মিলিয়ন পাউন্ডের ৩২০ সম্পত্তি জমেছে। এনসিএ কর্মকর্তারা বলেছেন—যে এটি সংস্থার একক বৃহত্তম সম্পদ ছিল। সব দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জন্য বার্তা। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন আইজি সম্পদ উদ্ধারের জন্য কি করছেন তা উল্লেখ করা হয়েছে।

Sofikul alam

৪. সম্পদ উদ্ধারের জন্য গভীর জড়িত থাকার পথ সুগম করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এসিসি প্রধানসহ ব্রিটিশ মন্ত্রী, আইন প্রণেতা ও কর্মকর্তা এবং বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে সিরিজ বৈঠক। আশা করি, আমরা এই অভিজ্ঞতা সারা বিশ্বে ব্যবহার করতে পারব।

৫। রোহিঙ্গা সমস্যা সমাধানে আরও কিছু আশা

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত